দেশি রেফ্রিজারেটর তৈরি করবে ওয়ালটন

১৬ অক্টোবর, ২০১৯ ২০:৪৭  
বাংলাদেশী উদ্ভাবকদের তৈরি ডুয়েল রেফ্রিজারেটর তৈরি করবে ওয়ালটন। দেশে প্রথম বারের মতো অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-র সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান। বুধবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বর্তমানে নানা ধরনের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক ডিভাইস তৈরি করে দেশীয় চাহিদা মিটিয়ে বিশ্বের ৩০টি দেশে রপ্তানি করছি। কিন্তু আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন ছিলো দেশে উদ্ভাবিত পণ্য আমরা আমাদের কারখানায় তৈরি করবো। এবারের এক্সপোতে এমনই একটি উদ্ভাবন আমরা পেয়েছি। বাংলাদেশী উদ্ভাবকদের থৈরি ডুয়াল রিফ্রিজারটি এবার আমরা গ্রাহকের কাছে পৌঁছে দেবো। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপুমন্সি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।